সমালোচনার মুখে আগের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলো আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে রুশ ও বেলারুশের অ্যাথলেটদের বেইজিং শীতকালীন প্যারালিম্পিকসে নিষিদ্ধ করল সংস্থাটি। আইপিসি বুধবার বলেছিল, নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে দেশ দুটির অ্যাথলেটরা। তাদের এই সিদ্ধান্ত কড়া সমালোচনার মুখে পড়ে। পরদিন নতুন সিদ্ধান্ত জানাল তারা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাথলেট ভিলেজে পরিস্থিতি অগ্রহণযোগ্য’ হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের ‘দুই দেশের সরকারের কর্মের শিকার’ হিসেবে বর্ণনা করেছেন আইপিসি প্রেসিডেন্ট অ্যান্ড্রু পারসন্স। চীনের বেইজিংয়ে শীতকালীন প্যারালিম্পিকস শুরু হবে আগামীকাল শনিবার। তার আগে আজ শুক্রবার হবে উদ্বোধনী অনুষ্ঠান। রাশিয়া থেকে ৭১ জন ও বেলারুশ থেকে ১২ জন ক্রীড়াবিদের এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল।