জয় পেল রাইজিং স্টার এবং ব্রাদার্স ইউনিয়ন

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে রাইজিং স্টার ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন নিজ নিজ খেলায় জয়লাভ করে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাইজিং স্টার ক্লাব ২১ রানে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথম দুটি খেলায় পরাজয়ের পর তৃতীয় খেলায় এসে প্রথম জয়ের দেখা পায় রাইজিং স্টার ক্লাব। অন্যদিকে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব এ নিয়ে টানা তিন খেলায় পরাজিত হলো। গতকাল বৃহস্পতিবার টসে জিতে রাইজিং স্টার প্রথমে ব্যাট করতে নামে। ৪৯.৩ ওভার ব্যাট করতে নেমে তারা ১৯২ রান করে অলআউট হয়ে যায়। অল্প রানে দুই ওপেনার বিদায় নিলে দলের তৃতীয় ব্যাটসম্যান সাইদুল ইসলাম তুহিন নামেন। তিনি ১৪৪ বল খেলে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন আরাফাত খান মিতুন এবং তারেক রহমান। তারা প্রত্যেকেই ২৩ রান করে সংগ্রহ করেন। বাকিদের কেউই সুবিধা করতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ২৯ রান। মোহামেডানের মো. ফিরোজ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান মো. সাইফুল, মনির আলম এবং মো. ইসহাক। ১টি উইকেট দখল করেন ইশরাত হোসেন। ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান ১৭১ করেই থেমে যায়। ৪৯.৪ ওভার ব্যাট করে তারা সবাই অলআউট হয়। ওপেনার ইশরাত হোসেনের ব্যাট করে আসে ৫৫ রান। দ্বি-অংকের ঘরে পৌঁছেন মো. রবিন ২২,মো. জলিল আহমেদ অপ. ১৯ এবং সালাউদ্দিন জুয়েল ১৬। অতিরিক্ত ৩৮ ছিল তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। রাইজিং স্টারের ইয়াসিন আরাফাত ৩টি,ওমর ফারুক এবং হেদায়েতউল্লাহ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান এনামুল হক। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের অপর খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৫ উইকেটে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। তিন খেলায় এটি ব্রাদার্সের দ্বিতীয় জয়। তারা আগের একটি খেলায় জয় পায় এবং অপর খেলায় হেরে যায়। অন্যদিকে শাহজাহান সংঘ প্রথম দুটি খেলায় জয়ের দেখা পেলেও গতকাল প্রথম পরাজয়ের মুখ দেখে। টসে জিতে শহীদ শাহজাহান সংঘ প্রথম ব্যাট করতে নামে। ৪৮.৬ ওভার খেলে ২০৮ রান সংগ্রহ করে তারা সবাই আউট হয়ে যায়। দলীয় ওপেনার শুভ দাশ সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেন। এছাড়া রাফসান রাহমান ৩৬,ওয়াসিউর রহমান ২৫,হাসান মুরাদ মুন্না ১৩ এবং সাকিব শাহরিয়ার ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। ব্রাদার্স ইউনিয়নের শাহরিয়ার আলম ৫১ রান দিয়ে একাই ৫ উইকেট দখল করেন। মাহমুদুল হাসান ২টি,সাখাওয়াত হোসেন ও খোরশেদ আলম প্রত্যেকে ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৪৬.৪ ওভার খেলে লক্ষ্যে পৌঁছে যায়। তাদের হারাতে হয় ৫টি উইকেট। দুই ওপেনার অল্প রানে বিদায় হলেও প্রান্তিক নওরোজ নাবিল এবং মাহমুদুল হাসান দৃঢ় হাতে ব্যাট ধরেন। প্রান্তিক ৭১ এবং মাহমুদুল হাসান ৬৪ রানে আউট হন। ভালো সঙ্গ দেন তাইবুর রহমান অপরাজিত ৪৮ রান করে। শাহজাহান সংঘের মাইনুল ইসলাম ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন সাকিব শাহরিয়ার,সাকিব খান এবং রাফসান রাহমান।

পূর্ববর্তী নিবন্ধপ্যারালিম্পিকসেও নিষিদ্ধ রাশিয়া ও বেলারুশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৯২ কোটি টাকা