পোশাক পরিচ্ছেদ দিয়ে অন্যকে পরিমাপ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। ব্যক্তিটাকে পোশাকে নয় বরং মনের দিক থেকে পরিমাপ করুন।কারণ সে আজ গরিব বা মধ্যবিত্ত কিন্তু আগামীতে সেই একই অবস্থায় থাকবে এমনটা নয়। তাই বলে পোশাকের কারণে তাকে নীচ চোখে দেখবেন তা হয় না। আপনি শিক্ষিত সমাজে বসবাস করছেন ঠিকই কিন্তু মনুষ্যত্ব আপনার কাছে এখনো পৌঁছায় নি। আমরা বড়ই আবেগী কিন্তু বিবেক দিয়ে চিন্তা করতে না পারাটা আমাদের বড় ব্যর্থতা। আবার অনেকে আছে যাদের বাসার চুলায় ঠিক মতো আগুন জ্বলে না কিন্তু অন্যের সামনে বুলি ফোটায় বড়লোকের।
কিন্তু কেন? আমরা এমন কেন? কি হবে এইটা দিয়ে? হয়তো কিছুটা সময় অন্যের সামনে নিজেকে বড়লোক প্রমাণ করবো।তারপর সেই একই অবস্থা।আমাদের সমাজকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে।নিজের মনুষ্যত্ব জাগিয়ে তুলুন, পরিবর্তন নিতান্তই আপনার দুয়ারে হাজির হবে। পোশাকে কিছু যায় আসে না। ব্যবহার আচার-আচরণ দিয়ে অন্যকে গ্রহণ করবেন। আজ আপনি তাকে পোশাকের জন্য নীচ চোখে তাকাচ্ছেন। হয়তো এমন সময় আসবে আপনি বলে উঠবেন” এই সেই ব্যক্তি যাকে আমি নীচ চোখে তাকিয়ে ছিলাম তার পোশাকের জন্য, তার চলাফেরার স্ট্যাইলের জন্য”কিন্তু সে আজ সফলতার উচ্চ আসনে। মানুষকে ভালোবাসুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। কেউ কষ্ট পেয়ে থাকে এমন কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন।