পৃথিবীতে মানুষ পরাজিত হতে আসেনি এসেছে সামনে এগিয়ে যাওয়ার জন্য

সিজেকেএস চুকবল লিগের উদ্বোধনে আজাদী সম্পাদক

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

স্বপ্নের শেষ নেই। তবে তা ঘুমিয়ে দেখলে হবে না। জেগে থেকেই স্বপ্ন দেখতে হবে এবং সেটাই আসল স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নে মানুষকে বিশ্বাস করতে হবে সে সব কিছুই পারবে এবং আসলেই মানুষ সব পারে। একজন যে কাজটা পারে না দেখা যায় অন্য একজন সে কাজটা পারে। তার মানে কেউ পরাজিত হয় না। এ পৃথিবীতে মানুষ পরাজিত হতে আসেনি। সে এসেছে সামনে এগিয়ে যাওয়ার জন্য।
সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার এ কথা বলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সিজেকেএস জিমন্যাশিয়ামে চুকবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন চুকবল একটি ইনজুরিবিহীন খেলা। সুইজারল্যান্ডের জীববিজ্ঞানী ড. হারমান ব্র্যান্ডট এ খেলাটি উদ্ভাবন করেছিলেন। শারীরিক সংঘর্ষ ছাড়া বুদ্ধির মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হয়। এমন একটি খেলা বাংলাদেশেও জনপ্রিয়তা পাচ্ছে। ১৯টি জেলায় এ খেলাটি অনুষ্ঠিত হয়। এবার মালয়েশিয়াতে গিয়েও চুকবল দল সাফল্য পেয়েছে। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন একটি দল হয়তো চ্যাম্পিয়ন হয়। তবে সবার প্রয়োজনীয়তা রয়েছে। বাকিরা যদি এই টুর্নামেন্টে অংশ না নিতো তাহলে টুর্নামেন্ট সার্থকতা লাভ করতো না। বিভিন্ন দেশে বড় বড় প্রতিযোগিতা দেখার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন বাংলাদেশের মহিলা দল ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এবার তারা এশীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছে। এ স্বপ্ন সব খেলোয়াড়কে দেখতে হবে। তিনি স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান এবং ঘোষণা দেন এবারের চুকবল লিগের সেরা খেলোয়াড়কে তিনি অর্থ পুরস্কার দেবেন। পরে তিনি বেলুন উড়িয়ে সিজেকেএস চুকবল লিগের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় ১২টি দল নিয়ে চুকবল লিগ অনুষ্ঠিত হচ্ছে। সিজেকেএস কাউন্সিলর ও চুকবল কমিটির চেয়ারম্যান এইচ এম সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল ও স্পন্সর প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জাহিদুল করিম বাপ্পি সিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য নাসির মিঞা, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ফরিদ আহমেদ, সিজেকেএস কাউন্সিলর সরওয়ার মনি, লুৎফুল করিম সোহেল, এস এম আবদুল্লাহ্‌ আল মামুন, আলী আকবর, রায়হান উদ্দীন রুবেল, আবু জাহেদ, সিজেকেএস চুকবল কমিটির যুগ্ম সম্পাদক হায়দার আলী, সদস্য দ্বৈপায়ন পাল, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সহ সভাপতি আবদুল মান্নান। চুকবল লিগে গতকাল ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ৩৭-২৬ পয়েন্টে রাইজিং স্টার জুনিয়রকে, এম.এইচ. স্পোর্টিং ক্লাব ১৬-১১ পয়েন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্স ১৮-১৫ পয়েন্টে সিটি কর্পোরেশন গ্রীণকে এবং শহীদ শাহজাহান সংঘ ২১-৭ পয়েন্টে বাকলিয়া একাদশ জুনিয়রকে পরাজিত করে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ লিগ চলবে।

পূর্ববর্তী নিবন্ধসামার এ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পদক পেল চট্টগ্রামের চুমকি
পরবর্তী নিবন্ধএবার মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব