পুলিশ সুপারের পক্ষ থেকে সাতকানিয়ায় ত্রাণ বিতরণ

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১১:০৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বন্যার্ত মানুষের মাঝে চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলার নলুয়া ইউনিয়নের বিল্লাহ পাড়ায় সাতকানিয়া থানার অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাত মানুষের হাতে এসব ত্রাণ তুলে দেন। এর আগে সাতকানিয়া পৌরসভার বিভিন্ন এলাকায়ও জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, এসব ত্রাণ আমরা তুলনামূলক দরিদ্র এলাকাগুলো চিহ্নিত করে মানুষের হাতে তুলে দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর লেখকসত্তা
পরবর্তী নিবন্ধকৃষি জমিতে জলাবদ্ধতা, সীতাকুণ্ডে ফসলের ব্যাপক ক্ষতি