চট্টগ্রামের নেটিজেনদের গ্রুপ ডেসপারেটলি সিকিং চিটাগং (উঝঈ) স্ক্রলিং করে ভয়াবহ মনখারাপ নিয়ে লিখছি। ফেসবুকের এ গ্রুপটিতে চট্টগ্রামের লোকজন নানা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মন্তব্য শেয়ার করে থাকেন। বুধবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে আমার আইনজীবী বন্ধু ইমদাদুল ফারহান বাপ্পী লাভলেইনে ছিনতাইয়ের শিকার হন। তাঁর দেয়া পোস্ট পড়তে গিয়ে গ্রুপটিতে রমজান মাসজুড়ে হওয়া ছিনতাইয়ের একটি ভয়াবহ চিত্র পেলাম। চট্টগ্রাম শহরের মুরাদপুর, দেওয়ানহাট মোড়, ২ নম্বর গেট যেন ছিনতাইয়ের স্বর্গ। আর শহরের অভ্যন্তরে চলাচলকারী ৩নং বাস যেন সে স্বর্গের আলাদা কোনও যানবাহন। উপর্যুক্ত এলাকা আর বাস ছাড়াও শহরের চকবাজার, লালদিঘি, খু্লশী, বহদ্দারহাট, আগ্রাবাদ, সল্টগোলা ক্রসিং, লালখান বাজার, অক্সিজেন, জামালখান মোড়, লালচাঁদ রোডের মুখ, প্রবর্তক, নতুন ব্রীজ, তামাকুণ্ডিলেইনসহ বেশ কিছু জায়গায় ছিনতাইয়ের শিকার হওয়ার এবং ছিনতাই চেষ্টার অভিজ্ঞতা শেয়ার করেছেন নেটিজেনরা। বেশ কিছু ক্ষেত্রে জিডি করার পরেও পুলিশের সহযোগিতা না পাবার অভিযোগও করেছেন অনেকে। চট্টগ্রামকে নিরাপদ রাখতে পুলিশের সক্রিয় ভূমিকা আশা করছি এবং পুলিশকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা অভিযোগগুলো তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। আমরা আশা করছি চট্টগ্রামের পুলিশ কমিশনার মহোদয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।
মুহাম্মদ মিজানুর রহমান
চট্টগ্রাম।