পুকুরে ডুবে যুবতীর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে মোবারকা বেগম (২৩) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে কালীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এয়ার মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আহমদ নছিরের মেয়ে। মোবারকার মা খতিজা বেগম বলেন, ছোটবেলা থেকে মোবারকার মৃগী রোগ ছিল। তাই তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলেও আর করা সম্ভব হয়নি। মৃগী রোগ থাকায় তাকে বিয়ে দেওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায় সে। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোজকন খুঁজতে গিয়ে দেখে সে পানিতে তলিয়ে গেছে। উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ও রবির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি
পরবর্তী নিবন্ধহচ্ছে উন্নয়ন, ব্যয় অর্ধ কোটি টাকা