বাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৫তম বার্ষিকী উপলক্ষে বাসদ চট্টগ্রাম শাখার উদ্যোগে গতকাল শনিবার নগরীর লালদিঘী পাড়স্থ জেলা পরিষদ চত্বরের সম্মুখে কমরেড আল কাদেরি জয়ের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড স.ম. ইউনুচ, হেলাল উদ্দিন কবির, মিরাজ উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা সদস্য রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, পুঁজিবাদী ব্যবস্থা অক্ষুণ্ন রেখে মানুষ দুর্দশা থেকে মুক্তি পাবে না। তাই শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষি ফসলের ন্যায্য দাম, বেকারের চাকরি, ছাত্রের শিক্ষা, সকল মানুষের চিকিৎসা, নারীর নিরাপত্তা আর বৃদ্ধদের সুরক্ষা নিশ্চিত করতে হলে শোষণ, লুণ্ঠন, ফ্যাসিবাদী শাসন বিরোধী লড়াইকে সমাজতন্ত্রের লক্ষ্যে পরিচালিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।










