করোনা পরিস্থিতিতে সফরকারী দলগুলোর পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট দল ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের সিরিজের সূচি এক সপ্তাহ পিছিয়ে দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে ব্ল্যাক ক্যাপস বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী সফরের শুরুতে কুইন্সল্যান্ডে ৫ দিনের অনুশীলন ক্যাম্প শেষে আগের সূচির চেয়ে সাত দিন পরে সফরের তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচগুলো গড়াবে।