পিআইবি মহাপরিচালকের দায়িত্বে আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

বিসিএস (তথ্যসাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, তিনি প্রচলিত আর্থিক বিধিবিধান অনুযায়ী দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। খবর বিডিনিউজের।

এর আগে এই দায়িত্বে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। ২০১৯ সালের ২১ এপ্রিল তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ৭ মে টানা চতুর্থবারের মত নিয়োগ পান তিনি।

গত ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে পরিবর্তনের পালা শুরু হয়, তার ধারবাহিকতায় জাফর ওয়াজেদও পদত্যাগ করেন। গত ১৩ অগাস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া এক চিঠিতে তিনি ‘পারিবারিক ও ব্যক্তিগত’ কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতার কথা জানান।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ১০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে
পরবর্তী নিবন্ধবন্যার্তদের সহায়তায় সেনা সদস্যদের একদিনের বেতন