পাড়ে স্কুল ব্যাগ, পুকুরে নিথর দেহ

পানিতে ডুবে পেকুয়া, রাউজান ও লোহাগাড়ায় তিন শিশুর মৃত্যু

পেকুয়া, রাউজান ও লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:০৮ পূর্বাহ্ণ

পেকুয়ায় পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মাহি বিন করিম (১৩)। সে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র। গতকাল দুপুর ১টায় পেকুয়া উপজেলা মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। মাহি উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়া পাড়া গ্রামের সৌদি প্রবাসি মাহমুদুল করিমের পুত্র। দুই ভাই-বোনের মধ্যে সে বড়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাহি তার বন্ধুদের সঙ্গে সকালে পেকুয়া কলেজের মাঠে ফুটবল খেলে দুপুর ১টার দিকে উপজেলা মসজিদের পুকুরে সাঁতার কাটতে নামে। বন্ধুরা সাঁতার জানলেও মাহি সাঁতার জানত না। ধাপাধাপির এক পর্যায়ে সবার অগোচরে সে পানিতে তলিয়ে যায়। পরে সবাই পুকুর থেকে উঠে এসে পাড়ে স্কুলব্যাগ ও জুতা পড়ে থাকতে দেখে মাহিকে খোঁজাখুঁজি শুরু করে। তারা ব্যর্থ হলে পরে সালাহউদ্দিন নামের স্থানীয় এক যুবক পুকুরে নেমে মাহির লাশ উদ্ধার করে। সালাহউদ্দিন জানান, ঘাটলার নিচে মাহির লাশ খুঁজে পাই।
মাহির মামা ইসমাঈল হোসেন জানান, মাহি সকালে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি। পরে পুকুরে তার লাশ পাওয়া যায়। পুত্রশোকে তার মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়।
রাউজান : রাউজানে পুকুরে ডুবে মোহাম্মদ ইসমাইল নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালাবিবি বাপের বাড়িতে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ইসমাইল স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর সওদাগরের পুত্র।
শিশুটির চাচা কামাল উদ্দিন জানান, খেলার ছলে সবার অগোচরে ইসমাইল বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার নিথর দেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত ৯ দিনে এই ইউনিয়নে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।
লোহাগাড়া : লোহাগাড়ার বড়হাতিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ আদিল নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসান বলির পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া আদিল স্থানীয় আবদুল আজিজের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য কাইছার হাসান বাপ্পী পরিবারের বরাত দিয়ে জানান, খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন অনেকক্ষণ দেখতে না পেয়ে বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে আদিলকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াটসঅ্যাপে প্রেম, বাসায় আটকে রেখে চাঁদা দাবি
পরবর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রামে ১৫৮০ স্কুলে নেই প্রধান শিক্ষক