নগরীর পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকা থেকে রাম জীবন সাহা প্রকাশ আর জে সাহা (৫১) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের এডিসি (পিআর) আরাফাতুল ইসলাম আজাদীকে বলেন, চিকিৎসক না হয়েও রীতিমত চেম্বার খুলে তিনি মানুষের চিকিৎসা করছিলেন। তার ভুল চিকিৎসায় মানুষের ক্ষতি হওয়ার অভিযোগ ছিল। জিজ্ঞাসাবাদে জীবন যথাযথ কোন ডাক্তারি সনদ প্রদর্শন করতে পারেননি। তার কাছ থেকে ২টি ছোট ডাক্তারি প্যাড ও ১টি বিপি মেশিন সেট জব্দ করা হয়। মূলত এইএসসি পর্যন্ত পড়ালেখার পর তিনি নিজে নিজে ডাক্তারি প্যাড ছাপিয়ে চিকিৎসক বনে যান।