পাহাড়তলী হাজ্বী ক্যাম্প ছাত্র ও যুব পরিষদ আয়োজিত অলম্পিকবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাতকানিয়ার খাগরিয়া ফুটবল একাদশ। ফাইনালে তারা টাইব্রেকারে ২–০ গোলে পাহাড়তলী রেল গেইট একাদশকে পরাজিত করে। পাহড়তলী হাজ্বী ক্যাম্প মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিব উল্লাহ্। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা ফরিদ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন মো. ইসহাক, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আলমগীর আলম, এম জি জাকারিয়া, এড. আলী হোসেন, শেখ রাজীব আহম্মেদ, মো. ইসকান্দর মিঞা, নিজামুল হক নিজাম, জাহিদ হাসিন মুরাদ, রাশেদ চৌধুরী, সাইফুল ইসলাম, বাবুল দাশ বাবলু, জাফরুল হাসান মুরাদ, ফয়েজ খাঁন, মনসুরুল হক, মো. নুরুজ্জামান। আনিসুর রহমান মামুন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আমজাদ হোসেন, আলী আজম, হান্নান খাঁন ফয়সাল, ইমাম হোসেন ইমন তৌহিদুল ইসলাম রাহাত, ইব্রাহিম হোসেন জিসান, মো. মিনহাব, ইমতিয়াজ আলী, মো. ইয়াদ, মো. আংকিত, মো. ঈশান, মো. সিফাত, মো. ফারদিন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে সেরা গোল দাতা নির্বাচিত হন নেইমার সুজন, সেরা গোলকিপার আবুল কালাম, সেরা খেলোয়াড় মোস্তফা।