পাহাড় কেটে মাটি বিক্রি প্রশাসনের অভিযান

পালিয়ে গেল অভিযুক্তরা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের দক্ষিণ চাম্বল সোনারখিল এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে গতকাল বৃহস্পতিবার দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশিত হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় উক্ত স্থানে। সোনারখিল এলাকার মো. আলমগীরের মালিকাধীন এ পাহাড়ের প্রায় ১০ ভাগ মাটি কাটা হয়েছে বলে সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করেন তিনি। তবে এ সময় ঘটনাস্থলে অভিযুক্ত কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, মাটি কাটার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে গোপনে ঘটনাস্থলে ছুটে যাই। পরে পুলিশসহ অন্যান্যরা সেখানে পৌঁছে। কিন্তু কাউকে পাওয়া না গেলেও কাটা পাহাড় সার্ভেয়ার দিয়ে পরিমাপ করেছি। স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে সর্তক করেছি এবং যারা এ কাজে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। অভিযান অভ্যাহত থাকবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, যারা অন্যায় ও অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএনজির মালিক হওয়ার স্বপ্নে পটিয়ার নুরুল আলমকে হত্যা
পরবর্তী নিবন্ধহিজড়াদের ছুরিকাঘাতে যুবক আহত