পালক মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগে পালক পিতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করেছেন আদালত। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ আদেশ দেন। পালক পিতার নাম মো. রবিউল আলম (৫৫)। তিনি আনোয়ারার গুজরা এলাকার বাসিন্দা। নগরীর ফিরিঙ্গিবাজারে বসবাস করেন। পালক মেয়ের আইনজীবী তুতুল বাহার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- ২০১৯ সালের ১২ জুন আমরা অভিযোগ করেছিলাম। আদালত তখন অভিযোগটি তদন্তের নির্দেশ দেন পিবিআইকে। তদন্ত শেষ করে তারা একই বছরের ৩১ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেয়। এর মধ্যে করোনা মহামারির কারণে কোর্টও বন্ধ হয়ে যায়। যার কারণে তদন্ত প্রতিবেদন বিষয়ে শুনানি হয়নি। সম্প্রতি কোর্ট চালু হলে সোমবার শুনানির জন্য দিন ধার্য হয়। তিনি বলেন, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমার মক্কেলের বিপক্ষে ছিল। যার কারণে আমরা এটির বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করি। আদালত সেটি আমলে নিয়ে আসামির প্রতি সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি আরও বলেন, ২০১২ সাল থেকে ২০১৯ সালের বিভিন্ন সময় দুর্বলতার সুযোগ নিয়ে আমার মক্কেলকে আসামি যৌন হয়রানিসহ ধর্ষণ করেন। শুরুর দিকে আমার মক্কেল গার্মেন্টস কর্মী ছিলেন। পরবর্তীতে বিয়ে করে স্বামীর সাথে বসবাস করে আসছেন। দেখা গেছে, বিয়ের আগে যা ছিল বিয়ের পরও সুকৌশলে তা চলমান রাখেন আসামি।