পাপ বিলাসী

শাহীন চৌধুরী ডলি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

পদে পদে লাঞ্ছিতা নারীর
মৃত্যুতেও নেই পরিত্রাণ
ঘরে-বাইরে সর্বত্র পণ্য সমান,
মৃতের লেবাসে যে নারী
পড়ে রয় লাশকাটা ঘরে
সেও কিনা ডোমের আহার!
আহা ক্ষুধা, বড় তীব্র যৌনক্ষুধা
জীবন্ত বা লাশে উহ্য পার্থক্যের বোঝা।
ধর্ষক মুসলিম, হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান
জিজ্ঞাসিত নই জনে জনে
অপরাধ যে করে সেই অপরাধী
পীর, পাদ্রী, সাধু, ভন্ত, ডোম সকলি।
নেক্রোফিলিয়া আক্রান্ত অসভ্য অসুস্থ কীট
ঘৃণাক্রোশে অন্তরে রক্তক্ষরণ হয়
একটা প্রশ্নে সদূত্তর চাই নিশ্চয়,
কবর খুঁড়েও কি খুবলে খাবি
নারী লাশের মরা কোষ
এ কোন নরকের পথে তোর
পাপ বিলাসী দোষ?

পূর্ববর্তী নিবন্ধসুদিনের আশায় জীবন
পরবর্তী নিবন্ধহাতি-মানুষের সংঘাত নিরসন বিষয়ে কর্মশালা