পাঠাগার বই পড়ার আগ্রহ সৃষ্টি করে

নারায়ণহাট গণগ্রন্থাগার পরিদর্শনকালে এমপি সনি

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৯:৪৩ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সদ্য উদ্বোধনকৃত নারায়ণহাট গণগ্রন্থাগার পরিদর্শন করেছেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি। গত মঙ্গলবার বিকেলে গণগ্রন্থাগার পরিদর্শনকালে তিনি বলেন, নারায়ণহাট একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ২০১০ সালে এখানে প্রতিষ্ঠিত গণগ্রন্থাগার সম্প্রতি নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এতে ছাত্র ও যুবসমাজের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আবুল বশর, নারায়ণহাটের সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম, নারায়ণহাট গণগ্রন্থাগারের যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মো. সাহেদুল আলম, মাঈনুল করিম সাউকি, উপজেলা সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রায়হান রুপু, নারায়ণহাট গণগ্রন্থাগারের আজীবন দাতা সদস্য কাজী মো. শাহাদাত হোসেন, সমন্বয়ক মো. মহিউদ্দিন, মো. ফজল করিম, নারায়ণহাট বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী রোমান, মো. ওসমান, মো. আলাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন কার্যক্রম বিঘ্নিত