মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই

মতবিনিময় সভায় শাহাদাত

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৯:৪২ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আইনের সুশাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজ দেশের মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই। আইন বিরোধী দলের জন্য প্রয়োগ হয়। ওয়ার্ডে ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করতে গেলেও প্রশাসনের বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএনপিকে। তিনি গতকাল বুধবার ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ওয়ার্ডের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে। মোহাম্মদ হারুনের সভাপতিত্বে মোহাম্মদ মনজুর কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মো. মিয়া ভোলা, নাজিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, মো. মুজিবুল হক, ডা. নুরুল আবছার, মো. শাহাবুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসআইবিএল চালু করল ই-অ্যাকাউন্ট সেবা
পরবর্তী নিবন্ধপাঠাগার বই পড়ার আগ্রহ সৃষ্টি করে