পাঠ সমাচার

সুচিত্রা ভট্টাচার্য | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

বাংলাতে রচনাটা বড় কঠিন লাগে,

ব্যাকরণ, বিরচন মনে যে না থাকে।

অংকে পাটীগণিতে হলো দারুণ ভীতি ,

সাথে আছে এলজেবরা, ত্রিকোণমিতি।

ইংরেজিতে টেন্সের কঠিন গঠন,

বুঝতে গেলে পড়া থেকে উঠে যায় মন।

বিজ্ঞানে বেশ কঠিন লাগে মহাবিশ্ব ,

সূত্র শিখে, চিত্র এঁকে হয় বিমর্ষ।

নৈতিক শিক্ষা আর সমাজ মনে হয় সোজা

স্যার বলে, পড়লে যাবে সব কিছু বোঝা।

পূর্ববর্তী নিবন্ধহুতোম পেঁচা
পরবর্তী নিবন্ধনতুন বছর নতুন শ্রেণী