বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে মোস্তাফিজুর রহমানকে। তাদের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বোর্ডের একজন প্রাক্তন উর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে আইএএনএস–কে তিনি বলেছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আইসিসি ইভেন্ট যখন ঘনিয়ে আসছে তখন এমন সিদ্ধান্ত অযৌক্তিক এবং সময়োপযোগী নয়। তিনি এ–ও বলেন, বাংলাদেশ পাকিস্তান নয় এবং তাদের সঙ্গে ভিন্ন আচরণ করা উচিত। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি একদমই বুঝতে পারছি না কোন ধরনের সিদ্ধান্ত ছিল এটা। বাংলাদেশ ও পাকিস্তান তো এক নয়। একই বন্ধনীতে তাদের রাখা যাবে না। তারা তো শত্রু দেশ নয়। যদি তাদের নীতি হয় পাকিস্তানের মতো আচরণ করা, তাহলে তাদের পুরোপুরি নিষিদ্ধ করে দিক। আগামী মাসে বিশ্বকাপ এবং ভারত বাংলাদেশকে আতিথ্য দিতে চলেছে। কীভাবে এটা ন্যায্য হয়? বাংলাদেশে যা হয়েছিল সেটা ছিল ভুল, কিন্তু সেগুলো ছিল জনতার রোষ। এই ধরনের বিষয়গুলো সব জায়গায় বিদ্যমান।’












