মাসিক চাটগাঁ ডাইজেস্ট মুজিবশতবর্ষ সমাপনী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫ বরেণ্য নারী ব্যক্তিত্ব ও শীর্ষ ১০ পেশাজীবী নারী সম্মাননা অনুষ্ঠান চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। মাসিক চাটগাঁ ডাইজেস্টের প্রধান সম্পাদক প্রফেসর ড. জয়নাব বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী।
সংবর্ধিত ৫ বরেণ্য নারী ব্যক্তিত্ব হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, প্রফেসর হাসিনা জাকারিয়া, শামসুন্নাহার রহমান পরান (মরনোত্তর), লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) রুহেলা খান চৌধুরী। এছাড়াও শীর্ষ ১০ পেশাজীবী নারীরা হলেন- প্রফেসর ডা. বাসনা রানী মুহুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, কাউন্সিলর আনজুমান আরা, ইঞ্জিনিয়ার ফারজানা মুক্তা, অ্যাডভোকেট দিলরুবা আক্তার লিজা, নাজমা আখতার, হোসনেয়ারা রহমান, প্রযোজক রিফাত মোস্তফা টিনা, ফ্যাশন ডিজাইনার রাহানুমা মরিয়ম তুলি, স্টাফ নার্স মোছাম্মৎ আমেনা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাসিক চাটগাঁ ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিক।
প্রধান অতিথি ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, জনসংখ্যায় অর্ধেক নারী, নারীর পরিপূর্ণ ক্ষমতায়ন ছাড়া দেশ প্রগতির পথে এগুবে না। ৭১ সালে মুক্তিযুদ্ধে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশ এতো তাড়াতাড়ি স্বাধীন হতো না। বর্তমান নারী বান্ধব প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেয়ায় আজ দেশে সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে আসার সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে আরো বক্তব্য রাখেন প্রফেসর হাসিনা জাকারিয়া, রুহেলা খান চৌধুরী ও সাদিয়া রহমান। বাচিকশিল্পী কোহিনুর আকতার সাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. বেনু কুমার দে, প্রফেসর সেলিনা আখতার, প্রফেসর রেহেনা আলম খান, খালেদা এ আউয়াল। প্রেস বিজ্ঞপ্তি।