সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সালমা আকতার। আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরে সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়াপাড়া মাঝের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু সালমা চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকার আফসার উদ্দিনের কন্যা।
জানা যায়, সাতকানিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোয়ালিয়াপাড়া মাঝের মসজিদটি শতবর্ষী। এই মসজিদে অনেকেই আসেন মানত পূরণের লক্ষ্যে। তেমনই আজ সোমবার দুপুরে চন্দনাইশের দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকার আফসার উদ্দিনের পরিবারের সদস্যরাও আসেন আগের করা ১টি মানত পূরণের জন্য। তাদের সাথে আসে শিশু সালমাও। একসময় শিশু সালমা সবার অগোচরে মসজিদের পুকুর ঘাটে নামলে হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে গিয়ে তলিয়ে যায়।
পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার আরফাত উল্লাহ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।