নগরের পতেঙ্গা থানার খাল পাড় এলাকায় স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়া স্বামীকে সিলেটের সুরমা থানার বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। ধৃত হৃদয় মিয়া (২৭) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ২৪ এপ্রিল রাতে খালপাড় এলাকার এনামুলের বিল্ডিংয়ের নিচ তলার একটি বাসা থেকে তানজিনা বেগম (২৩) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তার স্বামীকে খুঁজে না পাওয়ায় তানজিনার ভাই পতেঙ্গা থানায় একটি মামলা করেন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র্যাব সিলেটের সুরমা থানা এলাকায় হৃদয় মিয়ার অবস্থান জানতে পারে। র্যাব–৯ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসা হয়। ওই যুবক তার স্ত্রীকে খুন করে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যান।