সকল বয়সের ভ্রমণপিয়াসীদের পদচারণায় প্রায় সারাবছরই মুখর থাকে পর্যটন নগরী বান্দরবান পার্বত্য জেলার পর্যটন কেন্দ্র সমূহ। যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নের ফলে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অধিকাংশ পর্যটন কেন্দ্রে যাতায়াত নিরাপদ ও সহজ হলেও দুর্গম অঞ্চলে অবস্থিত কিছু পর্যটনকেন্দ্র এখনো নানাবিধ বিপদের অভয়ারণ্য। আর রোমাঞ্চপ্রিয় অপেক্ষাকৃত তরুণ পর্যটকদের অসীম আকর্ষণের কেন্দ্রবিন্দুর শীর্ষেই অবস্থান করে এসব দুর্গম ও বিপদসংকুল পথের স্থানগুলো। কিন্তু দুঃসাহসী পর্যটকদের অনেকেই এসব স্থানে গিয়ে নিজেদের জীবনের নিরাপত্তার কথা ভুলে যায়। তারা এমন কিছু কাজ করেন যার ক্ষতিপূরণ চুকাতে হয় মূল্যবান জীবন দিয়ে! মূলত ঝর্ণায় গোসল করা ও নদীপথে হাঁটা বা নৌকা চালনার ক্ষেত্রে তারা মৌলিক কিছু নিয়মের প্রতি চরমভাবে উদাসীন থাকে। সাঁতার না জানা ও স্রোতের প্রতিকূলে সাঁতারে অনভ্যস্ততা হেতু পর্যটকদের তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আবার বিভিন্ন আকারের পাথরের খাঁজে পা আটকে যাওয়াটাও অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া অতিরিক্ত সাহস নৈপুণ্য প্রদর্শন ও ঝুঁকি নিয়ে ছবি তোলার লোভ সামলাতে না পারার ব্যর্থতাও দুর্ঘটনা বা নিশ্চিত মৃত্যুর উপলক্ষ্য হয়। মূলত এসবই সাম্প্রতিক বছরগুলোতে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের কিছু পর্যটন কেন্দ্রে একাধিক পর্যটকের অপ্রত্যাশিত ও মর্মান্তিক মৃত্যুর মূল কারণ। তাই বান্দরবানের অপার সৌন্দর্য ও রূপসুধা পানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসার পরিকল্পনা করা সকল পর্যটকদের এসব বিষয়ের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদানের অনুরোধ করছি।