পর্তুগালকে বিশ্বকাপ জিতিয়ে অবসরে যেতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বয়স ৩৭ পেরিয়ে গেছে গত ফেব্রুয়ারিতে। খেলেছেন চারটি বিশ্বকাপ। পঞ্চমটি খেলতে নামবেন এবারে। ফিটনেস যত ভালোই থাকুক না কেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঠের পারফরম্যান্সে আগের ক্ষিপ্রতা এখন আর দেখা যায় না। পারফরম্যান্সের পারদ যে ক্রমশ নিম্নমুখী তা এখন বেশ পরিষ্কার।
সঙ্গত কারণে বার বার উঠে আসে অবসরের প্রসঙ্গ। তবে অবসর নিয়ে তেমন কিছু না বললেও এবারে নতুন কথা জানালেন পর্তুগিজ তারকা। পর্তুগালের হয়ে কাতার বিশ্বকাপ জিতে গেলে অবসর নিয়ে দ্বিতীয়বার ভাববেন না বলে জানিয়ে দিয়েছেন রোনালদো। টকটিভিতে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন তিনি।
পর্তুগিজ এই তারকা বলেন, অবশ্যই পর্তুগাল বিশ্বকাপ জিতলে অবসর নেব। এটা শতভাগ নিশ্চিত। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে পর্তুগালকে সেমিফাইনালে খেলতে দেখেছেন রোনালদো। এরপর গত তিন আসরে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে পারেনি ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। তারপরও কাতার বিশ্বকাপে নিজ দলের খুব ভালো সম্ভাবনা দেখছেন পর্তুগিজ অধিনায়ক। ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, আমি
খুবই আশাবাদী। আমাদের দারুণ একজন কোচ রয়েছে। তিনি ফের্নান্দো সান্তোস। শুধু তাই নয় আমাদের খেলোয়াড়দের এই প্রজন্মটা দুর্দান্ত। আমি দারুণ একটি বিশ্বকাপের জন্য সামনের দিকে তাকিয়ে আছি। তবে এটি খুবই কঠিন একটি বিশ্বকাপ হবে। সবকিছুই সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। অবশ্যই আমরা বিশ্বকাপ জেতার জন্য লড়াই করব। বিশ্বকাপের প্রসঙ্গ এক পাশে রাখলে নিজের ফুটবল ক্যারিয়ার ৪০ বছর পর্যন্ত নিতে চান রোনালদো। তিনি বলেন, আমি আরও ২-৩ বছর খেলতে চাই। আমার সে সামর্থ রয়েছে। আমি ৪০ বছর বয়সে শেষ করতে চাই। আমার মতে ৪০ বছর খেলতে পারাটা দারুণ একটা ব্যাপার হবে।

পূর্ববর্তী নিবন্ধকাতার বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছে ‘বিয়ার’
পরবর্তী নিবন্ধমারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক