পরীক্ষার হলে পাশের একজনকে উত্তরপত্র না দেখিয়ে মারধরের শিকার হয়েছেন এক কিশোর। তার নাম শেখ মোহাম্মদ শাহরিয়ার। তিনি নগরীর এসএসবিএস স্কুলের ছাত্র। গতকাল দুপুরে নগরীর ও আর নিজাম রোডে এ ঘটনা ঘটে।
শাহরিয়ারের অভিযোগ, তিনি নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। গত ২৯ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন পাশে বসে অন্য এক স্কুলের ছাত্রী উত্তরপত্র দেখতে চেয়েছেন। না দেখানোর কারণে তার সাথে মনোমালিন্য হয়। একপর্যায়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তার উপর হামলা করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।