চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পরিমাপ যন্ত্রের ত্রুটি, ওজনে কম দেয়া এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার গাছবাড়িয়া কলেজ গেট ও বাগিচাহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট ও বাগিচাহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ওজনে কম দেয়া, পরিমাপ যন্ত্রের ক্রুটি এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।