বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে এবং আমেরিকান কর্নার চট্টগ্রামের এর সহযোগিতায় আয়োজিত দৃষ্টি ক্লাইমেট কংগ্রেস-২০২২ এর কুইজ প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির জার্নালিজম ও মিডিয়া ষ্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. সাজ্জাদুল হায়দার চ্যাম্পিয়ন এবং আইন বিভাগের শিক্ষার্থী নাইমুল হোসেন রার্নাস আপ হওয়ার গৌরব অর্জন করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জনেরও অধিক শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ছাত্ররা এই সাফল্য লাভ করেন। ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ, আইন বিভাগের প্রভাষক মো. রেদোয়ানুল হক ও জার্নালিজম ও মিডিয়া ষ্টাডিজ বিভাগের প্রভাষক ইয়াসির সিলমীর নেতৃত্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীগন গতকাল সোমবার উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার সহ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে রাখার জন্য আমাদের অবশ্যই পরিবেশকে রক্ষা করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ছাত্রদের এই সাফল্য প্রমান করে লেখাপড়ার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা সমাজ, সচেতনতামূলক কর্মকান্ডেও নিজেদের সংযুক্ত রেখেছে। আমি তোমাদের এই সাফল্যে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রেস বিজ্ঞপ্তি।