বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার নিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদ

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার নিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যন, উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গ শ্রেণীতে হাটহাজারী উপজেলা পরিষদের পক্ষে প্রথম পুরস্কার গ্রহণ করলেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্তে গতকাল ৫ জুন আয়োজিত অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলমের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেওয়া হয়। পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এসময় মঞ্চে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিহত ও আহতদের পাশে মহানগর আওয়ামী লীগ
পরবর্তী নিবন্ধপরিবেশ দিবসের কুইজ প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ছাত্রদের সাফল্য