হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে ইমাম উদ্দিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ছাদেক নগর এলাকায় সোলেমান পাড়ার জেবল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। ইমাম স্থানীয় মো. এমরানের পুত্র।
স্থানীয়, পারিবারিক ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে ইমাম উদ্দিন খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুচিত্রা চৌধুরী।