সীতাকুণ্ড শঙ্করমঠের শতবর্ষপূতি উপলক্ষে আয়োজিত ৮ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিন গতকাল শুক্রবার সকাল ১১টায় মাতৃসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন অদুল-অনিতা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অনিতা চৌধুরী। শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে এবং প্রমথ সরকার ও তন্বী পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মাতৃসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের সহধর্মিণী রুনা ব্যানার্জী। প্রধান আলোচক ছিলেন ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী সিআইপি। মাতৃসম্মেলন প্রধান অতিথির বক্তব্যে রুনা ব্যানার্জী বলেন, পরিবার, সমাজ ও উন্নত দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। সমাজ থেকে অন্যায়-অনাচার দূর করতে হলে নারী জাতির কোন বিকল্প নেই।
এ সময় বক্তব্য রাখেন ড. ছায়া চাটার্জী, প্রফেসর বিজয়লক্ষী দেবী, রুনু মজুমদার, মৃনালিনী চক্রবর্তী, প্রফেসর কেশব কুমার চৌধুরী প্রমুখ।