ফরহাদাবাদ সেফ হোমে ড্রেস মেকিং প্রশিক্ষণ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৯:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন-সেফ হোমের উদ্যোগে প্রতিষ্ঠানে অবস্থানরত আইনের সংস্পর্শে আসা মহিলা ও কিশোরীদের দক্ষতা উন্নয়নে ড্রেস মেকিং প্রশিক্ষণ গত বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রতিষ্ঠানের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর ড্রয়িং অনুযায়ী কাপড় কেটে প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন। তিনি বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য হলো-হেফাজতীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন জাহানারা খান। এতে পোশাক তৈরির জন্য মাপ নিয়ে নকশা ও মাপ অনুযায়ী কাপড় কাটা ও সেলাই, পোশাকের যেখানে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে সেলাই করা,পুরাতন বা নতুন নকশা ব্যবহার করে পোশাক তৈরি, তৈরির মূল্য নির্ধারণ, মাপ ও নকশা সংরক্ষণ, প্রয়োজনে ডিজাইনে সম্ভাব্য পরিবর্তন আনার বিষয়ে প্রশিক্ষণে দেয়া হবে। এছাড়া পুরাতন পোশাকের পকেট, বোতাম, জিপার, শাড়ির পাড় নষ্ট হলে তার পরিবর্তন করাসহ যাবতীয় বিষয় শেখানো হবে। এতে ২৫ জন মহিলা ও কিশোরী হেফাজতী অংশ গ্রহণ করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. কামরুল হাসান, নার্স শিরিন ইসলাম, সমাজকর্মী লাভলী বড়ুয়া, রাজিয়া সুলতানা, ফাহমিদা খাতুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরিবার ও সমাজ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্য কমানোর দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি