পরিবহন ধর্মঘটে রেলে অতিরিক্ত বগি

আজাদী অনলাইন | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:১৮ অপরাহ্ণ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকের ডাকা ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ লাঘবে শিডিউলযুক্ত বিভিন্ন ট্রেনে অতিরিক্ত ১৬টি বগি যুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম।

তিনি বলেন, “হঠাৎ করে ধর্মঘটের ডাক দেওয়ায় ট্রেনে যাত্রীর চাপ বেড়ে গেছে। টিকেটের জন্য যাত্রীরা স্টেশনে ভিড় জমাচ্ছেন। প্রাথমিকভাবে পরিস্থিতি সামলাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ট্রেনের বগি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।” বাংলানিউজ

তিনি বলেন, “যাত্রীর চাপ থাকায় শনিবার চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনে ১৬টি অতিরিক্ত বগি যোগ করা হয়েছে। প্রয়োজনে আরও যোগ করা যাবে। প্রতিটি ট্রেনে ২টি করে বগি বাড়ানো হয়েছে। আজ শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম থেকে মোট ৮টি ট্রেন ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। প্রতিটি ট্রেনে ২টি করে মোট ১৬টি বগি বৃদ্ধি করা হয়েছে। এসব ট্রেনে প্রায় সাড়ে ৫ হাজার যাত্রী পরিবহন করা যাবে।”

এদিকে, জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকরা গতকাল শুক্রবার থেকে বাস-ট্রাক চালানো বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের ট্রেনমুখো হওয়ায় চাপ সামলাতে হচ্ছে রেলওয়েকে।

তবে, আগামীকাল রবিবার (৭ নভেম্বর) থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলাচল করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ইউপি সদস্য
পরবর্তী নিবন্ধদ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রবাসী নিহত