পরিত্যক্ত জায়গায় মিনি শিশু পার্ক পুনর্দখল রোধে ফুটপাতে পকেট ল্যান্ড

চসিকের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নগরের পরিত্যক্ত জায়গা এবং উচ্ছেদ হওয়া জায়গা পুনর্দখল রোধের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর অংশ হিসেবে ‘পকেট ল্যান্ড’ ও ‘মিনি শিশু পার্ক’ করতে যাচ্ছে সংস্থাটি। শিশু পার্কের জন্য চান্দগাঁও দক্ষিণ বাকলিয়ায় প্রাথমিকভাবে তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পকেট ল্যান্ড এর জন্য নগরের বিভিন্ন জায়গার চিহ্নিত করা হয় ১৩টি স্পট।
বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম। তিনি বলেন, চান্দগাঁও এবং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে মিনি শিশু পার্ক করা হবে। এগুলোর দরপত্র প্রক্রিয়াধীন আছে। পকেট ল্যান্ডের বিষয়ে তিনি বলেন, স্টেট শাখা থেকে পকেট ল্যান্ডের জন্য জায়গা চিহ্নিত করে তার তালিকা দেয়া হয়েছে। সেখানে বাগান করা হবে। মানুষজন যাতে বসতে পারে তার ব্যবস্থা করা হবে। দৃষ্টিনন্দনভাবে সাজানো হবে। যাতে ওসব জায়গা অবৈধ দখল হয়ে না যায়। পকেট ল্যান্ড হলে সেগুলো আর দখল হওয়ার সম্ভাবনা থাকবে না। তিনি বলেন, বায়েজিদে ইতোমধ্যে যেখানে আমরা উচ্ছেদ করেছি সেখানে ফুলের টব দিয়ে বাগান করে দিয়েছি।
এদিকে পকেট ল্যান্ডের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত ১৩ স্পট হচ্ছে- ২৮ নম্বর ওয়ার্ড স্ট্যান্ড রোড রশিদ বিল্ডিংয়ের সামনে মিড আইল্যান্ড ও আগ্রাবাদের চট্টগ্রাম হোটেলের পাশে, ১৩ নম্বর ওয়ার্ডের ফয়’স লেক এপ্রোচ সড়কের মিড আইল্যান্ড, ৩৬ নম্বর ওয়ার্ডের পোর্ট কানেক্টিং রোডে, ৪১ নম্বর ওয়ার্ডের বিজয় নগর, কোস্ট গার্ড এবং লালদিয়া চর সংলগ্ন এলাকা, দুই নম্বর ওয়ার্ডের বায়েজিদ বোস্তামি সড়কের তারা গেট ও ক্যান্টনমেন্ট গেট থেকে অঙিজেন রোড, ২৪ নম্বর ওয়ার্ডের আগ্রাবাদ এঙেস রোডের মাঞ্জুমা কমিউনিটি সেন্টারের বিপরীতে, চার নম্বর ওয়ার্ডের শাহ আমানত সংযোগ সড়কে বহদ্দারবাড়ি থেকে মসজিদের পাশে, আট নম্বর ওয়ার্ডের পলিটেকনিক্যাল রোড (মডেল স্কুলের পাশে) এবং ৩০ নম্বর ওয়ার্ডের দারোগাহাট রোডের নবতরঙ্গ ক্লাবের সামনে।

পূর্ববর্তী নিবন্ধবাম গণতান্ত্রিক জোটের ডাকে আজ সারা দেশে আধাবেলা হরতাল
পরবর্তী নিবন্ধতিন মামলায় মাঈনুলের ১২ দিনের রিমান্ড মঞ্জুর