পমেটম জীবন

সুলতানা নীলুফা | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

যাবজ্জীবনে তিনটিই আমার প্রতিপক্ষ
নারী। নারী। নারী, কেবলই নারী।
যদিও নারীজনম, তবুও জানলাম
আমার অন্যনাম মধুচক্র।
এক্কা-দোক্কা, দাঁড়িয়াবান্ধা, ছিঁ- কুঁৎ-কুঁৎ।
অতঃপর রসুইঘর- অশেষ অসুখ…
নারীচর্চা, পরকীর্তন এবং পমেটম জীবন।
এই জীবন চুল বেঁধে যায়-
দুই বেলা রেঁধে যায়…

পূর্ববর্তী নিবন্ধমেঘের বুকে বৃষ্টি
পরবর্তী নিবন্ধএটাই আসল প্রশ্ন