পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ১৪৪৬ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। খবর বাসসের।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার সকালে একথা বলা হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬ ও ০২৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স ০২২২৩৩৮৩৩৯৭ ও ০২৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইফার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইজিপির চাকরির মেয়াদ আরও এক বছর বাড়লো
পরবর্তী নিবন্ধফেরি থেকে নদীতে লাফ, চারদিনেও সন্ধান নেই জনির