প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সাহসী পদক্ষেপ আজ বাস্তবে রূপ নিয়েছে। পদ্মা সেতু ছিল গত অর্ধ শতাব্দী ধরে এক স্বপ্নের নাম। পদ্মা সেতু নির্মাণের ফলে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম উৎপাদন কেন্দ্রে পরিণত হবে-এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। পদ্মা সেতুর বদৌলতে দক্ষিণের অর্থনীতি চাঙ্গা হবে। এ আশা বুকে নিয়ে ছোট-বড়-মাঝারি শিল্প গড়ার প্রস্তুতি নিচ্ছেন আগ্রহী ব্যবসায়ীরা। দারিদ্র্য নিরসন ও আর্থ-সামাজিক উন্নয়নেও ১৭ কোটি মানুষের স্বপ্নের এ সেতু ভূমিকা রাখবে।
-নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি, বহদ্দারহাট, চট্টগ্রাম।