শীতকাল অনেকের কাছে ভালো লাগা ও আরামের ঋতু। অথচ আমাদের অনেকে ভাবি না ফুটপাত, বাসস্ট্যান্ড, খেলারমাঠ, রেলস্টেশন ও ওভারব্রীজের নিচে প্রচণ্ড হাড়কাঁপানো শীতে নির্ঘুম রাত কাটানো পথশিশুদের কথা। লেপ-কম্বল-কাঁথার কথা দূরের কথা, এদের শীতের পোষাক কেনারও সামর্থ্য নেই।
এরা ভিক্ষা করে, ফুল বেঁচে, ট্রেনে পানি বিক্রি করে অথবা ইটভাটায় কাজ করে কোনো রকমে খেয়ে না খেয়ে বেঁচে থাকে। সৃষ্টির সেরা জীব মানুষের উচিত এসব পথশিশুদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানো এবং সহানুভূতিশীল হওয়া।
তাই সমাজের বিত্তবানরাসহ সর্বস্তরের মানুষের প্রতি আকুল আবেদন, সরকারের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী নতুন-পুরাতন শীতবস্ত্র বিতরণ করে শীতার্ত ও অসহায় পথশিশুদের সাহায্যে সবাই এগিয়ে আসুন।
জান্নাতুল নাঈমা লামিয়া,
৮ম শ্রেণি,
আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম।