শীত এসেছে ছন্নছাড়া
পথশিশুদের ভিড়ে,
সকাল হলে হিম কুয়াশা
ধরে তাদের ঘিরে।
গভীর রাতে ঘুম আসে না
শরীর কাঁপে শীতে,
রোগ-ব্যাধি সব গায়ে এসে
করে তাদের তিতে।
শহর, বন্দর, গাঁও, গেরামে
ভরা ধনীর ত্রাণে,
পথশিশুদের খোঁজটা নিয়ে
ক’জন এগোয়ে দানে?
মুনির শফিক (৩১,১০৭) | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ