পথচেয়ে গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ ফুলের চেয়ে প্রিয় যে জন আসছে আমার হয়ে সুখের চেয়ে সুখি সে মন হবেই আমায় লয়ে। পূর্ণিমা চাঁদ আমার সে যে ভালোবাসার পাখি বধূ তুমি আসবে বলে পথটি চেয়ে থাকি। এসো আমার ঘরে এসো হয়ে আপনজন সুখিমানুষ হব যে আজ আমরা এ দুজন।