পতেঙ্গায় ছুরিকাঘাতে আহত যুুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় ছুরিকাঘাতে আহত মো. শরীফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধ ও কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। নিহত শরীফের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানা এলাকায়। পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ জানান, রোববার বিকেলে পতেঙ্গা নারকেলতলা এলাকায় র‌্যাব অফিসের গলিতে কয়েকজন যুবক শরীফকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। সোমবার ভোরে ওই যুবক মারা যায়। নিহত শরীফ একটি গার্মেন্টসে চাকরি করত। অপরদিকে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদারিদ্র্য বিমোচনে অবদান রাখছে মাইজভাণ্ডারী ট্রাস্ট