মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ ইসমাইল স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মেসার্স রফিক এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী পতেঙ্গার সাবেক ফুটবলারদের মিলন মেলা ও আন্তঃফুটবল টুর্নামেন্ট গত সোমবার রাত ৯ টায় মুসলিমাবাদ আলহাজ্ব হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা মীর কাশেম স্মৃতি সংসদ ১-০ গোলে নুর মোহাম্মদ স্মৃতি সংসদকে পরাজিত করে। খেলায় একমাত্র জয়সূচক গোলটি করেন মো. মারুফ। খেলা শেষে পুরস্কার প্রদান করেন খেলার প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী নুরুল হুদা কন্ট্রাক্টর।
সভাপতিত্ব করেন হাজী ক্যাপ্টেন নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নিজামুল হক, হাজী মুজিবুল হক, নূর মোহাম্মদ, হাজী মোহাম্মদ ফোরকান, হাজী তৈয়ব আলী রেফারি, মো. হারুন, মো. মন্জুর আলম, মোহাম্মদ আবু সওদাগর, হাজী নাছির আহমেদ, মো. হোসেন সুমন, হাজী জাহিদ হোসেন, মো. সেলিম, জাবেদ আহমেদ, মো. আবু ফয়েজ, ড. বিপ্লব, আবু বক্কর, সাবের, মনির, ফরিদ, মুনসুর, নাজিমুদ্দিন, টিপু, আজগর, জাহাঙ্গীর, রাশেদ, সাইমন, রেজাউল, সাগীর, সালাউদ্দিন, সাইমন, সাইফুল ও ইসমাইল স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্য প্রধান করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. হাসান। খেলা পরিচালনা করেন মোহাম্মদ জসিম উদ্দিন রেফারি। টুর্ণামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। খেলা শেষে আটটি দলের খেলোয়াড়দের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।