সন্দ্বীপে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৯ অপরাহ্ণ

সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নে ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে নির্মাণাধীন দিদার টাওয়ারের নির্মাণ শ্রমিক মো. মামুন (২৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

আজ বৃহস্পতিবার দুপর একটার সময় সন্দ্বীপ কমপ্লেক্স ও সেনেরহাটের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত মামুন হরিশপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মো. করিমের ছেলে।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে দিদার টাওয়ারে কাজ করার সময় মামুন পাশের এক বিল্ডিংয়ে হেলাল নামের একজন শ্রমিককে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখেন। তখন সে তাকে বাঁচাতে গেলে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় মামুনকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান আজাদীকে জানান, নিহত মামুনের লাশ পোস্টমর্টেম করার জন্যে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হেলাল নামের আহত হওয়া অপর শ্রমিক সুস্থ আছেন। তিনি আশংকামুক্ত।

পূর্ববর্তী নিবন্ধকিশোর প্রেমিকের আত্মহত্যা, প্রেমিকার বিষপান
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন