ট্রান্সপোর্ট, সমবায় সহ বিভিন্ন ব্যানারে টোকেন বাণিজ্য, সড়কের পাশে অবৈধ গাড়ি পার্কিং, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, স্কেল ফাঁকি দিতে ওভারলোড গাড়ি রামগড় করারহাট সড়ক ব্যবহার বন্ধসহ ফিটনেসবিহিন গাড়ি বন্ধ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও পণ্য পরিবহণ ডিভিশনের মালিক–শ্রমিক নেতৃবৃন্দের সাথে গত বৃহস্পতিবার মতবিনিময়কালে এ ঘোষণা দেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
নগরীর ২নং গেটস্থ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস এম ওয়াসিম, টিআই (প্রশাসন) তারিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহণ মালিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আবু বক্কর সিদ্দিকি, সংগঠনের মহাসচিব নুরুল আবছার, চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ট্রাক কার্ভাডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দীন, চট্টগ্রাম আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ, চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুর কদর মুছা, চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের সভাপতি অলি উদ্দিন হাওলাদার, চট্টগ্রাম কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আজিজুল হক, সাহাদাত হোসেন, নজরুল ইসলাম দুলাল, মো. নিজাম উদ্দিন প্রমুখ।
মো. ফরিদ উদ্দিন, মো. আবদুল কাদের, মো. আবদুল মান্নান, আহামদ নুর, গিয়াস উদ্দিন তুহিন, মঞ্জুর আলম, জামাল উদ্দিন, মো. ইয়াছিন খোরশেদ কোম্পানী, মো. ইউছুপ, মো. নাছির উদ্দিন, মো. শাহাজাহান, আবু তাহের। প্রেস বিজ্ঞপ্তি।