পটিয়া উপজেলার আলমদার পাড়ায় শাহ জব্বারিয়া তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ফোর জি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। ফাইনালে টিম বাবু একাদশ ২০ রানের ব্যবধানে টিম রেজা একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন মোহাম্মদ বাবু। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে শাহ জব্বারিয়া তরুণ সংঘের সভাপতি মোঃ রাশেদ ফারুক আলমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালনা কমিটির সভাপতি কাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাকসুদ আলম আলমদার, মোহাম্মদ বাবুল চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী, মাওলানা এম. এ রহিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নিজাম আলমদার।