পটিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলার জিরিতে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম। এসময় তিনি উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মতবিনিময় করেন।
এতে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব খোরশেদ আলম, মফজ্জল আহম্মদ চৌধুরী, গাজী তাহের, রেজাউল করিম নেছার, একেএম জসীম উদ্দীন, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মনির আহম্মদ সেলিম, খলিমুল্লাহ্ চৌধুরী, সাইফুদ্দীন আহম্মদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, তৌহিদুল আলম, আব্দুল মাবুদ, আবুল কাশেম প্রমুখ।