পটিয়ায় দুই কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চোরাই বাইসাইকেল উদ্ধার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চোরাই হওয়া বাইসাইকেল উদ্ধার অভিযানে গিয়ে পুলিশ দুই কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় চুরির ঘটনায় জড়িত থাকা অপর কিশোর গ্যাং সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পটিয়া পৌরসভা এলাকার ইন্দ্রপুল এলাকা থেকে গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমতে তাদের কাছে সংরক্ষিত ১ টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। পরে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বেশ্বর সিংহ আসামীদের জেলে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন, রাসেল (২৪) ও আরাফাত (২৩)। রাসেল উপজেলার ভাটিখাইন ইউনিয়নের নুরুল আলমের ছেলে। আর আরাফাত উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদরুজ্জামানের ছেলে।
পুলিশের অভিযান টের পেয়ে অপর বাইসাইকেল চোর মনসুর আলম পলিয়ে যায়। সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মুহাম্মদ ইদ্রিসের ছেলে। পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক মুহাম্মদ রিয়াজ জানিয়েছে, উপজেলার ভাটিখাইন ইউনিয়নের আমির হোসেনের অভিযোগের ভিত্তিতে পুলিশ চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ঘটনায় জড়িত থাকা তিনজনকে আটক করতে গেলে একজন পালিয়ে যায়। দুইজনকে আটকের পর তাদের স্বীকারোক্তিমতে চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেয়। অপর আসামিকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এসআই রিয়াজ আরও জানান, গ্রেফতার হওয়া দুইজনসহ তিনজনই কিশোর গ্যাং সদস্য ও মাদকাসক্ত।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অজ্ঞান
পরবর্তী নিবন্ধপুকুরে বিষ দিয়ে অর্ধলাখ টাকার মাছ নিধন