পটিয়া-মীরসরাইয়ে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ

আজাদী ডেস্ক | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৫৬ পূর্বাহ্ণ

পটিয়া ও মীরসরাই থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের লাশ উদ্ধার করা হয়।
পটিয়া প্রতিনিধি জানান, সকালে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের একটি পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ইউনিয়নের আমজুরহাট এবাদতখানা সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বেশ কয়েকটি পুকুর রয়েছে। তাদের অভিযোগ, ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, মহাসড়কে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ওই ব্যক্তি পুকুরে পড়ে যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মীরসরাই প্রতিনিধি জানান, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় অপর এক অজ্ঞাত ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, লাশটির হাত পা বাঁধা ছিল। এছাড়া মাথায় এবং গলায় কুপিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া গেছে। ওই ব্যক্তিকে অন্য কোথাও মেরে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হতে পারে, এমন আশঙ্কা অনেকের। জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সুভাস সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম মেখল বাসন্তিকা সংঘের অভিষেক ও শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধরকের তরুণ জীবনের গল্পে আসছে বায়োপিক