নির্বাচনী আচরণবিধি ভঙের অভিযোগে চট্টগ্রাম–১২ পটিয়া আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (আইন–১) মো. আল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা নির্বাচন অফিসারকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার জন্য এই নির্দেশ দেন। চিঠিতে বলা হয়, চট্টগ্রাম–১২ পটিয়া আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী গত ২৬ ডিসেম্বর প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেন। ফলে উক্ত প্রার্থী সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্গন করেছেন মর্মে নির্বাাচনী অনুসন্ধান কমিটি– নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।
এমতাবস্থায় অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্গনের দায়ে অপরাধ বিবেচনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করার জন্য উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশ দেয়া হয়।