পটিয়া থানা হাটের আধুনিকায়ন কাজ পরিদর্শনে মেয়র আইয়ুব বাবুল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার নতুন থানা হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ২ কোটি টাকা অর্থায়নে ৬ টি বাজার শেড নির্মাণ করা হচ্ছে। এতে এ হাটের বর্ষা মৌসুমে ক্রেতাবিক্রেতাদের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও কর্দমাক্ততা দূর হয়ে সুন্দর পরিবেশে কেনাকাটা করার পরিবেশ তৈরী হচ্ছে। গত শনিবার নতুন থানার হাট আধুনিকায়নের চলমান কাজ প্রাণিসম্পদ অধিদপ্তরের পিডিকে নিয়ে পরিদর্শন করেন পৌর মেয়র মো. আইয়ুব বাবুল। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প প্রকৌশলী পার্থ প্রদীপ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ইলিয়াছ, প্রকৌশলী মো. হুমায়ুন কবির, টিকাদার রুবেল হোসেন, জাগির হোসেন, আবদুল্লাহ আল নোমান, আবু সাঈদ তালুকদার খোকন, মো. কাশেম, আবুল বশর প্রমুখ।

এ সময় পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, পৌরসভাকে এ প্রকল্প দেওয়ায় আমি প্রাণী সম্পদ বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে নতুন থানা হাটের চেহারা পাল্টে যাবে। ক্রেতা বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা
পরবর্তী নিবন্ধআয়ানের মৃত্যু তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ প্রশ্নে রুল